বর্তমান করোনা আবহের দোহায় দিয়ে বিরোধীদের কর্মসূচি করতে দিচ্ছে না রাজ্যের সরকার। মহাজাতি সদনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বানচাল করে দিয়েছে, ছাত্র পরিষদের কর্মীদের লাঠিপেটা করেছে রাজ্যের পুলিশ অথচ ওই দিন গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল সভা করেছে। শনিবার এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমন শানালেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। মমতার সরকারে বিরুদ্ধে তিনি বলেন, আইনের অপব্যবহার করে বিরোধীদের কর্মসূচী আটকে দেওয়ার ঘৃন্য চক্রান্ত চলছে।পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। সৌরভ দাবি করেন মহামারি পরিস্থিতিতে NEET-JEE পরীক্ষা পিছাতে হবে।
সোচ্চার ছাত্র পরিষদ
রবিবার,৩০/০৮/২০২০
700