রাজ্যের বেহাল রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। ওই চিঠিতে রাজ্যের কয়েকটি নির্দিষ্ট রাস্তার উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন গোটা রাজ্যের রাস্তার হাল এ রকমই। এ বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে ওই চিঠির মধ্য দিয়ে। সুজন চক্রবর্তীর শনিবার বলেন, তেল চকচকে রাস্তা নির্মাণ করা হচ্ছে অথচ ছ’মাস – এক বছর না যেতেই তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আসলে এর মধ্যে কি রহস্য রয়েছে? রাস্তার টেন্ডার পাওয়ার আগেই তোলাবাজিতে টাকা চলে যাচ্ছে বলে মন্তব্য তার। আর সে কারণেই উপযুক্ত মানের রাস্তা নির্মাণ করছে না। বছর যেতে না যেতেই রাস্তার হাল বেহাল হয়ে পড়ছে। সুজন বাবু বলেন, রাজ্যের বেহাল রাস্তাঘাট নিয়ে তিনি বিধানসভায় বারবার সোচ্চার হয়েছেন। তথ্য জানতে চেয়েছেন। কিন্তু সরকারের তরফ থেকে তা এড়িয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাজ্যের বেহাল রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী
রবিবার,৩০/০৮/২০২০
751