তাল- ই কাল, অসাবধানে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যাক্তির


রবিবার,৩০/০৮/২০২০
754

পশ্চিম মেদিনীপুর:- তালই হলো কাল। পুকুর পাড়ে তাল কুড়াতে গিয়ে অসাবধানে পা হড়কে পুকুরে পড়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর মিরগাতে। মৃতের নাম সুকুমার সরেন (৩৮)। বাড়ি মিরগাতেই।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে রবিবার ভোরের দিকে মৃত ব্যাক্তি গ্রামেরই এক প্রান্তে এক পুকুর পাড়ে তাল কুড়াতে গিয়েছিলেন। সেই সময় নিজের অসাবধানে পা হড়কে পুকুরের পাড় থেকে পুকুরের জলে পড়ে যায়। পুকুরের গভীরতা বেশী থাকায় এবং পা হড়কে পড়ে যাওয়ার সময় আঘাত পাওয়ায় তিনি পুকুরের জল থেকে আর উঠতে না পারতেই সেখানেই জলে ডুবে মারা যায়। সকালে স্থানীয়রা পুকুর গেলে দেখে যে সে জলে পড়ে রয়েছে। তারাই তাকে জল থেকে তুলে খবর দেয় মৃতের বাড়িতে এবং শালবনীর পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। আকস্মিক এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট