কবিতা: চেষ্টা চালিয়ে যাও


শুক্রবার,২৮/০৮/২০২০
4141

চেষ্টা চালিয়ে যাও
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

চেষ্টা চালিয়ে যাও
দেখবে একদিন
সফল হবে।
পথে অবহেলিত হবে
দুঃখ পাবে
ভেঙে পড়বে।
মনে হবে
হেরে গেছো।
না,-উঠে দাড়াও
চেষ্টা চালিয়ে যাও
সফল হবে।
পড়ো মহান মানবের
জীবন কাহিনী।
ভাবো কচি বাচ্চা
প্রথম কেমনে উঠে দাঁড়ায়।
প্রেরনা পাবে মনে
শক্তি যোগাবে।
উঠে দাড়াও
চেষ্টা চালিয়ে যাও
সফল হবে
একদিন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট