ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার সাঁকরইল থানার অন্তর্গত রগড়া এলাকার স্কুলপড়ুয়া ১৬ বছরের শম্ভু মাইতি আরও দুই বন্ধুর সাথে এসেছিলেন সুবর্ণরেখা নদীর বাঁশিখালে বন্যার ভয়াবহ সৌন্দর্য প্রত্যক্ষ করার জন্য। বৃহস্পতিবার সন্ধ্যার মুখে বাড়ির ফেরার মুখেই সেই বাঁশিখাল সেতুর ওপর থেকে নিয়ন্ত্রন হারিয়ে বাইক সমেত পড়ে যান তিনজনই।ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয়রা ছুটে আসেন। ২জনকে উদ্ধার করা সম্ভব হলেও মেলেনি শম্ভু কে। দুরন্ত স্রোতে ভেসে যায় সে। এরপরই ব্লক প্রশাসনের তলব পেয়ে উদ্ধার কার্য শুরু করে জাতীয় বিপর্যয় উদ্ধারকারি দল NDRF.অবিশেষে উদ্ধার হল বাইক সহ নদীতে তলিয়ে যাওয়া ঝাড়গ্রামের সাঁকরাইল ছাত্রের দেহ। শম্ভুর বাড়ি ঝাড়গ্রাম শহরে। সে মামাবাড়ি কুকড়াখুপিতে থেকে পড়াশুনা করত। দশম শ্রেণীর ছাত্র ছিল সে।
খালের জলে তলিয়ে যাওয়া ঝাড়গ্রাম শহরের দশম শ্রেণীর পড়ুয়া শম্ভু মাইতির দেহ উদ্ধার করলো NDRF
শুক্রবার,২৮/০৮/২০২০
657