খবরইন্ডিয়াঅনলাইনঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ দ্রত চালু করার দাবীতে আন্দোলনে নামছে বিজেপি। রবিবার রাতে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপির কালিয়াগঞ্জ শহর সভাপতি মোহিত বরণ কুণ্ডু বলেন, কালিয়াগঞ্জ রেল ষ্টেশনে ওভার ব্রিজ না থাকার কারণে সাধারণ মানুষ রেল লাইনের উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে এপার থেকে ওপারে যেতেন। আমাদের দীর্ঘ আন্দোলনের সাথে সাথে রেল কর্তীপক্ষ ও মন্ত্রীর দপ্তরে চিঠিচাপাটি করার ফল স্বরূপ আজ কালিয়াগঞ্জ রেল ষ্টেশনে ৮০ লক্ষ টাকা ব্যায়ে ওভার ব্রিজ তৈরির কাজ শুরু হতে চলেছে। আগামী দুই মাসের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে। কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ দ্রত চালু করার দাবীতে আমরা আন্দোলনে নামবো। কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পে কেন্দ্রীয় সরকার যাতে আগামী বাজেটে অর্থ মঞ্জুর করে, তাঁর জন্য আমরা রেল মন্ত্রী সুরেশ প্রভু, রেল বোর্ডের চেয়ারম্যান ও প্রধান মন্ত্রীর দপ্তরেও চিঠি পাঠাবো। পশ্চিমবঙ্গের কোথায় কি প্রজেক্টের কাজ হবে তা দেখার জন্য কেন্দ্রীয় সরকার নির্মলা সীতারমনকে দায়িত্ব দিয়েছে। আমাদের জেলার মানুষের স্বার্থে জেলার অন্যান্য দাবীর সাথে সাথে কালিয়াগঞ্জ- বুনিয়াদপুর রেল প্রকল্প দ্রুত চালুর দাবী জানাব নির্মলা সীতারমনের কাছে। সাংবাদিক সম্মেলনে মোহিত বাবু ছাড়াও ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ শহর সহকারী সভাপতি প্রদীপ সাহা।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ দ্রত চালু করার দাবীতে আন্দোলনে নামছে বিজেপি।
সোমবার,০১/০৬/২০১৫
642