কলকাতা : রাজ্যের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। ২০১২ সালের এসএসসি মামলায় জয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বুধবার হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য, ‘কম্বাইন্ড মেরিড লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। ৩৬ হাজার ১৪০ জনের তালিকা নিয়োগ তালিকা নয়। পরীক্ষার্থীদের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, ২০১১ সালের ২৯ ডিসেম্বর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। এই প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষক। কম্বাইন্ড মেরিট লিস্টে ছিলেন ৬ হাজার জন। এই ৬ হাজার পরীক্ষার্থীর নিয়োগ চেয়ে কয়েকশো মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতির এদিনের রায়ে সব মামলার নিষ্পত্তি হয়ে গেল।
২০১২ সালের এসএসসি মামলায় জয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের
বুধবার,২৬/০৮/২০২০
1006