কলকাতা : বিশ্বভারতীর পাঁচিল ভাঙ্গার ঘটনায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা নকশালদের কাজকর্মের সঙ্গে তৃণমূলকে তুলনা করলেন। সোমবার তিনি বলেন, যেভাবে বাংলার মনীষীদের অপমান করেছে নকশালরা সেই ভাবেই তৃণমূল কংগ্রেস অপমান করে চলেছে। এদিন রাহুল সিনহা বলেন বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিশ্বভারতী তোরণণ ভেঙেছে। বাংলার মানুষ এর জবাব দেবে বলে মন্তব্য তাঁর।
https://youtu.be/QmoED4YtroM