নবান্ন থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


সোমবার,২৪/০৮/২০২০
718

কলকাতা: নবান্ন থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে জেলায় জেলায় বর্তমান কোরোনা পরিস্থিতির বিষয়ে জেলার আধিকারিকদে কাছে জানতে চান মুখ্যমন্ত্রী । প্রতিটি জেলায় কোরোনায় সুস্থ হয়ে ওঠার হার, মৃত্যু ও সংক্রমণের হার নিয়ে পর্যালোচনা করেন তিনি ৷ সেইসঙ্গে প্রশাসনের আধিকারিকদের একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিসহ মোট আট জেলার কোরোনা-ডেঙ্গি পরিস্থিতি, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তর 24 পরগনার কোরোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷কেন উত্তর 24 পরগনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা নিয়ে জেলা প্রশাসনকে প্রশ্ন করেন তিনি ৷একই পরিস্থিতি হাওড়ার, বলেন মমতা৷ তবে সুস্থ হওয়ার হার উত্তর 24 পরগনার তুলনায় হাওড়ায় ভালো বলে জানান তিনি। এদিনের বৈঠকে রাজ্যে সাইকেল কারখানা তৈরির ইচ্ছাপ্রকাশ করেন মমতা। তিনি বলেন, বাংলায় সাইকেল কারখানা তৈরি হোক ৷ যেহেতু প্রতিবছর 10 লাখ সাইকেল দেওয়া হচ্ছে, তাই অনেক উপকার হবে কারখানা গড়ে তুললে।সাইকেলের গুণগতমানের সঙ্গে কোনও আপোস করা হবে না বলে জানান তিনি৷ তাঁর মন্তব্য, একটি কেন চারটি সাইকেল কম্পানি হতে পারে রাজ্যে ৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের থেকে 53 হাজার কোটি টাকা পাব, GST, কোভিড 19 এর কোনও টাকা কেন্দ্র দেয়নি। ফের অভিযোগ তাঁর৷ রাজ্যের কোরোনা ফান্ডে 150 কোটি টাকা মতো জমা পড়েছে বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেই টাকা ফাইনান্স বিভাগের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে বলে বৈঠকে জানিয়েছেন তিনি৷ ওই টাকা আমাদের অনেক কাজে লেগেছে ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট