নয়াদিল্লি: মেলবোর্নে তৃতীয় টেস্ট অমীমাংসিত রইল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষদিন ৩৮৪ রানের টার্গেট তাড়া করে পরপর উইকেট খুইয়ে বিপর্যয়ে পড়েছিল ভারতের ইনিংস। বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসেও ভাল খেলে পরিস্থিতি মোকাবিলা করছিলেন।কিন্তু শেষ পর্যন্ত চা বিরতির পর প্রথম বলেই তিনিও ৫৪ রান করে হ্যারিসের বলে ফিরে যান।ফের বিপাকে পড়ে ভারত।তবে অধিনায়ক ধোনি পরিস্থিতি সামাল দেন। শেষ পর্যন্ত থামে ৬ উইকেটে ১৭৪ রানে।
ফলে চার টেস্টের সিরিজে আপাতত ২-০তে এগিয়ে রইল অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে তারা।
এর আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ৩১৮ রানে।৯টি উইকেট খুইয়েছে তারা।অস্ট্রেলিয়ার শেষদিকে দারুণ ইনিংস খেলে ৯৯ রান করে সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরে যান শন মার্শ।দেশের মাঠে সেঞ্চুরির করার কৃতিত্ব হাতছাড়া হলেও তিনি ভারতের সামনে বড় টার্গেট রাখার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এদিন।