আবগারি দপ্তরের হানায় উদ্ধার ৭০লিটার চোলাই ও ৫৫০০লিটার কাঁচামাল


সোমবার,২৪/০৮/২০২০
635

ঝাড়গ্রাম:- ফের আবগারি দপ্তরের হানা। নষ্ট করা হলো ৭০লিটার চোলাই মদ ও ৫হাজার ৫০০ লিটার কাঁচামাল। সোমবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও গোপীবল্লভপুরে। এদিন নয়াগ্রাম থানার জুনবনি, জামিরাপাল, ফুলডাহা ও গোপীবল্লভপুর থানার হাতিবাড়ি, ফুলবেড়িয়া, বনগড়া এলাকায় হানা চালায় আবগারি দপ্তর। ডি ই সি এর উপস্থিতিতে হয় এই হানা। ৭০লিটার চোলাই মদ ও ৫হাজার ৫০০লিটার কাঁচামাল উদ্ধার করে নষ্ট করা হয় বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট