সংক্রমণ রুখতে রাজ্যে শুরু হয়েছে সাপ্তাহিক লক ডাউন


বৃহস্পতিবার,২০/০৮/২০২০
841

হাওড়া, উলুবেড়িয়া: সংক্রমণ রুখতে রাজ্যে শুরু হয়েছে সাপ্তাহিক লক ডাউন। চলতি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার দু’দিন রাজ্যে লকডাউন। বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে উলুবেড়িয়া শহরে রাস্তায় নেমে পড়ে পুলিশ।এদিন উলুবেড়িয়া থানার আই সি কৌশিক কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাস্তায় টহল দেওয়ার পাশাপাশি একাধিক জায়গায় নাকা চেকিং করে।উপযুক্ত কারণ ছাড়া যারা বাইরে বেরিয়েছে তাদের বাড়ির মুখে ফিরিয়ে দিয়েছে পুলিশ অন্যদিকে সেইরকম মাস্ক ছাড়া যারা বাইরে বেরিয়েছে তাদের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।এদিন সকাল থেকে উলুবেরিয়া শহর ছিল শুনশান। রাস্তায় সেভাবে যান চলাচল না দেখা গেলেও জরুরি প্রয়োজনে হাতেগোনা কয়েকটি যানবাহন রাস্তায় বের হলেও সন্ধ্যার পর সেগুলো উধাও।এ দিনের লকডাউন কার্যকরী করতে পুলিশ যেভাবে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে খুশি সাধারণ মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট