পশ্চিম মেদিনীপুর:- মুখ ও পা বাঁধা অবস্থায় একটি এলস্যেসিয়ান কুকুর উদ্ধার হলো গড়বেতাতে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে রাতের অন্ধকারে কেউ বা কারা একটি প্রাপ্তবয়স্ক এলস্যেসিয়ান কুকুরের মুখ ও চারটি পা দড়ি দিয়ে বেঁধে গড়বেতার নলপা গ্রামের মাঠে ফেলে রেখে চলে যায়। এদিন সকালে জমির মালিক দীলিপ মন্ডল মাঠে গেলে দেখেন কুকুরটি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীদের জানান। গ্রামবাসীরা কুকুরটির মালিকের খোঁজ করার চেষ্টা করে কিন্তু না পেয়ে প্রথমে গড়বেতা থানায় ও পরে বনদপ্তরে জানান। খবর পেয়ে ময়রাকাটা রেঞ্জের অন্তর্গত ধবাবেড়িয়া বীটের বনকর্মীরা কুকুরটি কে উদ্ধার করে নিয়ে যায়।
মুখ ও পা বাঁধা অবস্থায় একটি এলস্যেসিয়ান কুকুর উদ্ধার
বৃহস্পতিবার,২০/০৮/২০২০
664