স্বাধীনতা দিবসে ৩০ জন করোনা যোদ্ধাকে সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী


বৃহস্পতিবার,১৩/০৮/২০২০
843

কলকাতা : প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড রোগীদের সাহায্য করতে সামনে থেকে লড়াই করে চলেছে প্রশাসন। তাঁদের মধ্যে যেমন চিকিৎসক, নার্স, পুলিশ আছেন, তেমনই আছেন কোভিড ওয়ার্ডে ডিউটি করা করোনা জয়ী পরিযায়ী শ্রমিকরা। করোনার বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে সামিল হওয়ায় এবার তাঁদের সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসে ৩০ জন করোনা যোদ্ধার হাতে মানপত্র তুলে দেবেন মমতা ব্যানার্জি। সম্মান প্রাপকদের তালিকায় আছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যবন্ধু বা সাফাইকর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার, ডব্লুবিসিএস অফিসার, পুলিশ, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার, শিক্ষক ও পরিযায়ী শ্রমিক।

১৭ মার্চ বাংলায় প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। তারপর থেকে বাড়ছে সংক্রমণ। মৃত্যু হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের সহকারী স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তের। মৃত্যু হয়েছে একাধিক চিকিৎসক ও পুলিশ কর্মী, প্রশাসনিক আধিকারিকের। তারপর থেকে মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মরত করোনা যোদ্ধাদের মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট