পশ্চিম মেদিনীপুর:– দফতরের কর্মীদের বিরুদ্ধে জাল রেকর্ড বানিয়ে জমি কেনাবেচার দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভূমিরাজস্ব দফতরের অভিযান জেলাপরিষদ সদস্যের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে ভূমি রাজস্ব দফতরের কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বেলদাতে ব্লক ভূমি রাজস্ব দফতরে অভিযান চালান স্থানীয় তৃণমূলের জেলাপরিষদ সদস্য সূর্যকান্ত অট্ট। সূর্য বাবুর দাবি বিগত কয়েক বছর আগে একটি বেসরকারি কোম্পানির নামে কেনা জমির রেকর্ড জালিয়াতি করে বিক্রি করছে এক শ্রেণীর জমি মাফিয়ারা।আর তাতে সহযোগিতা করছেন নারায়ণগড় ব্লক ভূমি রাজস্ব দফতরের এক শ্রেণীর কর্মচারী। গত সপ্তাহে এই বিষয়ে লিখিত ভাবে ব্লক ভূমি রাজস্ব আধিকারিককে জানানো সত্বেও কোন সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার দফতর সদলবলে অভিযান জেলাপরিষদ সদস্য সূর্যকান্ত অট্টের।তবে বিষয়টি ভালো করে খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক ভূমি রাজস্ব আধিকারিক।
দফতরের কর্মীদের বিরুদ্ধে জাল রেকর্ড বানিয়ে জমি কেনাবেচার দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ
বৃহস্পতিবার,১৩/০৮/২০২০
623