স্কুলে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ এস এফ আই ছাত্র সংগঠনের


বৃহস্পতিবার,০৬/০৮/২০২০
760

পশ্চিম মেদিনীপুর:- স্কুলে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের খেতুয়া রানিয়র শহীদ ক্ষুদিরাম বিদ্যাপীঠ স্কুলের সামনে বিক্ষোভ দেখালো SFI ছাত্র সংগঠন। মূলত তাদের দাবি হল পুরাতন নির্ধারিত স্কুল ফি নিয়ে ভর্তি করতে হবে ছাত্র-ছাত্রীদের। কারণ করোনা মহামারী পরিস্থিতিতে বহু মানুষ কর্ম হারা, এই পরিস্থিতিতে স্কুলের ফি বৃদ্ধি হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। এইসব দাবি নিয়ে বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের সামনে এসএফআই ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গেওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয় যে নতুন করে কোন ছাত্রছাত্রীদের কাছে ভর্তির জন্য অতিরিক্ত ফি নেওয়া চলবে না । যাতে ছাত্র-ছাত্রীরা পুরাতন ফি দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে তারা সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছে বলে ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট