পশ্চিম মেদিনীপুর:– পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃনমূল কংগ্রেসের এর শাখা সংগঠনের যুবশক্তির আভ্যন্তরীন বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী দিলীপ ঘোষ এর সমালোচনা করে বলেন উনার সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। দিলীপ ঘোষের ৫ ই আগষ্ট লক ডাউন তুলে নিতে বলছেন ,উনি অনেক কিছু বলেন, বিরোধী দলের সম্বন্ধে যত কম কথা বলা যাই ততই ভালো, দিলীপ বাবুর কথায় মধ্যে কোন বাস্তবায়ন নেই।না হলে তিনি বলেন, গরুর দুধে সোনা পাওয়া যায়। উনি অবাস্তব কথা বলেন। আজকে মেদিনীপুর খড়গপুরে উন্নয়ন পর্ষদ এর মিটিং হলে অভিষেক বন্দোপাধ্যায় এর ঘোষিত কর্মসূচী যুবশক্তি র কর্মকান্ড কতদূর এগিয়েছে তার পর্যালোচনা বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী, মেদিনীপুর বিধানসভা এলাকার ভাবী বিধায়ক প্রার্থী তথা রাজ্য কোঅর্ডিনেটর নির্মাল্য চক্রবর্তী, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, সহ জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ববৃন্দ।
“দিলীপ বাবুর কথায় মধ্যে কোন বাস্তবায়ন নেই”- সোহম চক্রবর্তী
মঙ্গলবার,০৪/০৮/২০২০
3466