কুমোরটুলির মৃৎশিল্পী ও তাদের সন্তানদের হাতে রাখি পড়িয়ে দিলেন তৃতীয় সম্প্রদায়ের বোনেরা


সোমবার,০৩/০৮/২০২০
804

কলকাতা : কুমোরটুলির মৃৎশিল্পী ও তাদের সন্তানদের হাতে রাখি পরিয়ে দিলেন তৃতীয় সম্প্রদায়ের বোনেরা। সেইসঙ্গে তাঁদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। করোনা আবহের কথা মাথায় রেখে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। রাজ্যে প্রথমবার তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বোনেরা রাখিবন্ধনের মধ্য দিয়ে “বিভেদহীন বন্ধন” কর্মসূচি পালন করল বলে দাবি আয়োজকদের। এইদিন হাওড়া কল্যাণপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে কুমোরটুলিতে আয়োজন করা হয়েছিল বিভেদহীন বন্ধনের। কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃত সমিতি ও কুমোরটুলি প্রগতিশীল মৃৎশিল্পী ও সাজ শিল্প সমিতির সহযোগিতায় এদিন রাখিবন্ধন উৎসব এক অন্যমাত্রা পায়। তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের বোনেরা মৃৎশিল্পী ও তাদের সন্তানদের হাতে মিস্টির প্যাকেটও তুলে দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সচেতনতাও ছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট