কলকাতা: রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে করোনা সচেতনতার বার্তা দিল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার বিকেলে বিধাননগর 39 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সিগন্যালে দাঁড়ানো যানবাহনের চালক এবং যাত্রীদের রাখি পড়ানোর পাশাপাশি মাস্ক পড়িয়ে দেন। ছাত্রনেতা সৌরভ মন্ডল বলেন, বর্তমান এই অতিমারির সময়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো খুবই প্রয়োজন। সৌভ্রাতৃত্বের এই উৎসবের দিনে তারা মানুষের মধ্যে সেই সচেতনতা বার্তায় তুলে দেওয়ার প্রয়াস চালিয়েছেন।
তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রাখিবন্ধন
সোমবার,০৩/০৮/২০২০
763