হৃদরোগে আক্রান্ত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রয়াত


বৃহস্পতিবার,৩০/০৭/২০২০
746

কলকাতা : প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। বেশ কিছুদিন ধরে তিনি বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছুক্ষণ আগে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছেছে।

বুধবার দুপুরে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমেন বাবু হাঁটা-চলা করেছেন এবং নিজের পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের সঙ্গে কথাবার্তাও বলেছেন। চিকিৎসকরা অতিদ্রুত সোমেন বাবুর পুরানো পেসমেকার বদল করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন বলেও রোহন মিত্র জানিয়েছেন।

কিন্তু শেষ রক্ষা হল না। গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সোমেন মিত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট