বাংলাদেশে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ অগ্নিসংযোগ


মঙ্গলবার,২৮/০৭/২০২০
647

ডেস্ক রিরিপোর্ট, ঢাকা:   বাংলাদেশের কুমিল্লার ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পাটকল শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টা অবরোধে মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করে দুইটি পাটকলের সহস্রাধিক শ্রমিক। ২৮ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কেরনখাল এলাকায় মহাসড়ক সংলগ্ন আশা ও ঊষা জুট মিলের শ্রমিকরা অবরোধ করেন। টানা দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। চান্দিনা ও দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মিলে প্রশাসনিক কর্মকর্তা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে মিল কর্তৃপক্ষ বেতন ও ঈদ বোনাসের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

আন্দোলনে থাকা একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, জুট মিলে যারা শ্রমিক তারা দিন আনে দিন খায়। ঈদের আর মাত্র ৩ দিন বাকি। আমাদের দুই সপ্তাহের বেতন এবং ঈদ বোনাস কিছুই পরিশোধ করছে না। চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, ঢাকাচট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাঁড়িখোলা এলাকায় ঊষা জুট মিল ও নূরীতলা এলাকার আশা জুট মিল। মহাসড়কের উত্তরপাশটি দেবীদ্বার উপজেলার সীমানা হওয়ায় মিল দুইটি মূলত দেবীদ্বার থানা এলাকায় অবস্থিত। তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার খবর শুনে প্রথমে আমরা ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করি। পরে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী দুই দিনের মধ্যে সব শ্রমিকের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়ার পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট