আবার বড়সড় ভাঙন ধরল ঘাটালের বিজেপিতে


মঙ্গলবার,২৮/০৭/২০২০
794

পশ্চিম মেদিনীপুর:- বড় ধাক্কা ঘাটাল বিজেপির। তৃণমূলে ফিরলেন শতাধিক বিজেপি নেতা-কর্মী এবার ঘাটাল বিজেপিতে বড়সড় ভাঙন। ঘাটাল বিধানসভা এলাকায় বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ডল কমিটির সভাপতি সাদ্দাম আলির নেতৃত্বে এবার বিজেপি ভেঙে তৃণমূলে যোগদান করল শতাধিক বিজেপি কর্মী। ঘাটালের বিধায়কের বাড়ীর সামনেই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। আজ ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই মহাশয়ের হাত ধরে ঘাটাল ব্লকের দন্দীপুর,ব্যাঙরাল ও মারিচ্যা থেকে শতাধিক বিজেপি নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

হঠাৎ করে ঘাটালের বুকে বিজেপির এত বড় ভাঙন বড়সড় ধাক্কা হিসাবেই মনে করছে রাজনৈতিকমহল।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মাননীয় মন্টুলাল বাইরি মহাশয়, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় পঞ্চানন মণ্ডল মহাশয়, ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় মহাশয়, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক অংশুমান দোলই মহাশয় সহ অনেক নেতৃত্ব। আজকের এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরো শক্তিশালী হল ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট