কলকাতা : বিজেপিকে উজবুকের দল বলে আক্রমণ করলেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। শনিবার তিনি বলেন জ্যোতি বসুর ঠিকই বলেছিলেন, বর্বরের দল। করোনা প্রতিহত করতে বিজেপি সরকার কোন সদর্থক ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেছেন তিনি। সুজন বলেন কখনো তারা গোমূত্র পানেরর কথা বলছে, কখনো থালা বাজাতে বলছে,: কখনো রাম মন্দির গড়লে করোননা চলে যাবে বলছে। আবার কখনো ভাবিজির পাপড় খেতে বলছে। ওরা বিজ্ঞান মানে না, যুক্তি মানে না। এখনো সেই মধ্যযুগীয় বর্বরতার মধ্য দিয়ে চলছে। করোনার জেরে দেশে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। অজস্র মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু বিজেপি সরকার আদানি আম্বানি দের কথা ভেবে চলেছে। করোনা প্রতিরোধের কোনো ভূমিকা পালন করছে না। মন্তব্য করলেন এই সিপিএম নেতা।
বিজেপি উজবুকের দল, আক্রমণ সুজনের
শনিবার,২৫/০৭/২০২০
816