পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার প্রতিবাদে পিয়ারলেস হাসপাতালের সামনে বিক্ষোভ


শনিবার,২৫/০৭/২০২০
762

কলকাতা : বেসরকারী হাসপাতালগুলিতে অস্বাভাবিক চিকিৎসা খরচ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার প্রতিবাদে পিয়ারলেস হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যাদবপুরের বিধায়ক ডঃ সুজন চক্রবর্তী, কমঃ কান্তি গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডঃ সুজন চক্রবর্তী’র নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয়। কোভিড বেড বৃদ্ধি, খরচের উর্দ্ধসীমা নিয়ন্ত্রণ, হাসপাতাল ভিত্তিক সেফহোম ও কোভিড হেল্পলাইন চালু করার দাবি করা হয়। চিকিৎসার নামে কর্পোরেট লুটের বিরুদ্ধে সতর্ক করা হয়।

ইতিপূর্বে ২২ শে জুলাই বিকেলে মুকুন্দপুর আর.এন.টেগোর হাসপাতাল এবং মেডিকা হাসপাতালের সামনে দুইটি বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যাদবপুরের বিধায়ক ডঃ সুজন চক্রবর্তী ও কমঃ কান্তি গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাগুলির পরে দুইটি হাসপাতালের কর্তৃপক্ষের কাছেই ডঃ সুজন চক্রবর্তী’র নেতৃত্বে এক‌ই দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট