সপ্তাহের দ্বিতীয় লকডাউন শুরু হয়েছে সকাল থেকে , বাইপাসে বেপরোয়া গাড়ি আটকাতে গিয়ে গুরুতর জখম ট্রাফিক কনস্টেবল


শনিবার,২৫/০৭/২০২০
761

কলকাতা : সপ্তাহের দ্বিতীয় লকডাউন শুরু হয়েছে সকাল থেকে। সকাল থেকেই তৎপর পুলিশ। সাতসকালে বাইপাসে বেপরোয়া গাড়ি আটকাতে গিয়ে গুরুতর জখম হলেন ডিউটিরত এক ট্রাফিক কনস্টেবল। এই গাড়িতে মদ্যপ দুই যুবক ও এক যুবতি যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। লকডাউন এর আইন ভেঙে ওই গাড়ি রাস্তায় নামায় ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। পুলিশের ব্যারিকেড ভেঙে গাড়িটি পালানোর চেষ্টা করলে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন ডিউটিরত ওই ট্রাফিক কনস্টেবল। শুধু ট্রাফিক কনস্টেবলই নন, সেইসঙ্গে দুজন দুই গ্রীণপুলিশও আহত হন। অভিযুক্তদের আটক করেছে পুলিশ। গাড়ির মধ্যে ওই যুবতী বিবস্ত্র অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট