ঝাড়গ্রাম:-বেড়ে চলা করোনা সংক্রমন রুখতে আবার শুরু হয়েছে লকডাউন। সপ্তাহে দুদিন এর সম্পুর্ণ লক্ ডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমতো আজ প্রথম দিনে ব্যপক প্রভাব পড়লো ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শব্জী মার্কেট,জুবলী মার্কেট,ঝাড়গ্রাম পাঁচ মাথা মোড় এলাকায় এর প্রভাব লক্ষ্য করা গেল। বন্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট। খুব একটা জরুরী দরকার না থাকলে রাস্তায় বের হয়নি কেউ। তবে কিছু জরুরী পরিষেবা যেমন স্বাস্থ্য পরিষেবা, ওষুধের দোকান, এম্বুলেন্স, দমকল বিভাগ, ইলেকট্রিক বিভাগ, কৃষি কাজের কাজে নিযুক্ত পরিষেবা, জরুরি পণ্য পরিবহন, দুধ সহ বিভিন্ন বিভাগকে এই লক ডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।সকাল ৬ টা থেকে রাতি ১০ পর্যন্ত এই লক্ ডাউনের পুরোপুরি বন্ধের চেহারায় ঝাড়গ্রাম।
বেড়ে চলা করোনা সংক্রমন রুখতে আবার শুরু হয়েছে লকডাউন
বৃহস্পতিবার,২৩/০৭/২০২০
864