কলকাতা: কলকাতা পুলিশের তরফ থেকে এই কর্মসূচির সূচনা হল সোমবার। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সূচনা করলেন মাস্ক পড়ার এই সচেতনতা কর্মসূচির। লালবাজারে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে দুটো ট্যাবলোর সূচনা হয়। পুলিশ কমিশনার বলেন, যাঁরা মাস্ক পড়ছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা যা নেওয়ার তা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যেও পুলিশের প্রচার জারি থাকবে। এদিন কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ মাস্কেরও উদ্বোধন করের পুলিশ কমিশনার।
কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সূচনা করলেন মাস্ক সচেতনতা কর্মসূচির
সোমবার,২০/০৭/২০২০
864