অফিসার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঝাড়গ্রামে


রবিবার,১৯/০৭/২০২০
602

ঝাড়গ্রাম:– শ্রাবণী মেলা লোকসংস্কৃতি ও পর্যটন উৎসব, ২০২০ ও রঘুনাথপুর সার্বজনীন দূর্গা পূজা কমিটির (অফিসার্স ক্লাব) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি । রবিবার এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়্গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক (I.C) পলাশ চট্টোপাধ্যায় মহাশয়, ও অফিসার্স ক্লাবের সভাপতি মাননীয় শংকর সেন মহাশয়, সহ-সভাপতি প্রশান্ত সরকার মহাশয় ও ক্লাবের সকল সদস্য। পলাশ গাছ, কনকচাঁপা , গন্ধরাজ ফুল , বকুল, কদম, আমলকি, আম, বেল, ছাতিম, ঝাউ গাছ, ক্রিসমাস ট্রি, জামরুল, চালতা, কামরাঙ্গা, কুল, জাম ,কাঁঠাল, দেবদারু ইত্যাদি গাছ লাগানো হয় । প্রতিটি গাছ যাতে সঠিকভাবে পরিচর্যা হয় তার জন্য যেসব ক্লাব সদস্য গাছগুলি লাগায় তাদেরকে নিজের লাগানো গাছ গুলির পরিচর্যার দায়িত্ব দেয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট