কলকাতা : “কোভিডের থেকে বেশি স্পিড আমাদের।” শনিবার সাংবাদিক সম্মেলনে এই আশ্বাস দিলেন রাজ্যেন মুখ্যসচিব রাজীব সিনহা। তাঁর দাবি, যে কোনও পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার প্রস্তুত। সরকারি হাসপাতালে ১১ হাজার এবং সেফ হোমে ৬ হাজার বেড তৈরি আছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে করোনা সংক্রমণ বাড়লেও তা নিয়ন্ত্রণের মধ্যে আছে বলেই জানিয়েছেন মুখ্যসচিব।রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। মুখ্য সচিব বলেন আগামী কয়েকদিনে সংক্রমনের সংখ্যা আরও বাড়বে। তা মোকাবিলার জন্য রাজ্য সরকার তৈরি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, দৈনিক কোভিড পরীক্ষা বৃদ্ধি হচ্ছে। ফলে সংক্রমণও ধরা পড়ছে বেশি।’’ রাজ্যে এই মুহূর্তে আক্রান্ত ১৫ হাজার মানুষের মধ্যে ৭২ শতাংশই উপসর্গহীন ছিলেন বলে এদিন জানিয়েছেন মুখ্যসচিব। এদিন তিনি জানান, কনটেন্টমেন্ট জোনেই লকডাউন চলবে। গোটা রাজ্যে লকডাউনের কোন পরিকল্পনা নেই সরকারের। রাজ্যে করোনায় মৃত্যুহার কম বলে জানিয়েছেন তিনি। যেখানে সুরক্ষাবিধি লঙ্ঘন করা হচ্ছে সেখানে সংক্রমন বাড়ছে।
“কোভিডের থেকে বেশি স্পিড আমাদের”- মুখ্যসচিব রাজীব সিনহা
শনিবার,১৮/০৭/২০২০
994