অভিষেক ব্যানার্জি কোথায় ছিলেন প্রশ্ন করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


শনিবার,১৮/০৭/২০২০
1026

পশ্চিম মেদিনীপুর:- শনিবার বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত ডেবরা ব্লকের রাধামোহনপুরে বিজেপির এক দলীয় অনুষ্ঠানে যোগদান করে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ বলেন অভিষেক ব্যানার্জি কে দেখতে পাওয়া যায়নি তিনি কোথায় ছিলেন তিনি কি লন্ডনে ছিলেন। এখন তৃণমূল বড় বড় কথা বলছে। সেই সঙ্গে দিলীপ ঘোষ বলেন করোনা পরিস্থিতিতে বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যের ৩০ লক্ষ মানুষকে কাঁচা সবজি বিতরণ করা হয়েছে, ২০ লক্ষ মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে ।এছাড়াও দলের নেতা-কর্মীরা অসহায় দরিদ্র মানুষের পাশে ছিল। কেন্দ্র সরকার দরিদ্র মানুষদের জন্য ক্ষতিপূরণের টাকাপাঠালে ও সেই তাকতৃণামূল লুট করেছে।

তাদেরকে মানুষ বাংলা থেকে বিতাড়িত করবে। তিনি আরো বলেন যে যেভাবে চুরি করেছে তৃণমূল রাজ্যের মানুষ ভালোভাবে বুঝতে পারছে যে তারা কাকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। তাই এই সরকার যত দ্রুত ক্ষমতা থেকে যায় ততই রাজ্যের মঙ্গল দেশের মানুষের মঙ্গল। শনিবার তিনি এমনই মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন হবে বিজেপি ক্ষমতায় আসবে। সমস্ত দুর্নীতির তদন্ত হবে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই অনুষ্ঠানে দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় মাহাতো ও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য সহ আরো অনেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট