ঝাড়গ্রামে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয়ের বিষয়ে জেলাশাসকের সঙ্গে কথা বললেন সাংসদ কুনার হেম্ব্রম


শুক্রবার,১৭/০৭/২০২০
687

ঝাড়গ্রাম:-ঝাড়গ্রামে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয়ের বিষয়ে জেলাশাসক আয়েষা রানির সঙ্গে কথা বলতে জেলা কালেক্টোরেটে যান সাংসদ কুনার হেম্ব্রম। মিনিট কুড়ি কথা হয় তাঁদের মধ্যে। গত ৩ জুলাই ‘অপমানে’র প্রতিবাদে জেলা কালেক্টোরেটে ধর্নায় বসেছিলেন কুনার। তাঁর দাবি ছিল, সাংসদ তহবিলের কাজের অগ্রগতির বিষয়ে জানতে চেয়ে আগাম সময় নিয়ে গত ২ জুলাই জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। দেখা না পেয়ে পরেরদিন বসেছিলেন ধর্নায়। এ দিন ফের জেলাশাসকের সঙ্গে দেখা করার আগাম সময় চান সাংসদ।

এ বার অবশ্য দেখা হয়েছে। কথাও হয়েছে প্রায় ২০ মিনিট। সাক্ষাৎ শেষে কুনার বলেন, গত বছর লোকসভায় ঝাড়গ্রামে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি করেছিলেন সাংসদ। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক সম্প্রতি সাংসদকে চিঠি দিয়ে জানান, জেলা প্রশাসন বা রাজ্যের তরফে এমন কোনও প্রস্তাব তাঁর দফতরে এসে পৌঁছয়নি। এরপরই এদিন জেলাশাসকের সঙ্গে দেখা করার জন্য আগাম সময় চান সাংসদ।কেন্দ্রীয় বিদ্যালয়ের জমি চিহ্নিত করে রাখা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। জেলা প্রশাসনের তরফে কেন্দ্রীয় বিদ্যালয় গড়ার জন্য প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট