2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ


শুক্রবার,১৭/০৭/২০২০
971

2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস সল্টলেক বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন।

12 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়

করোনা এবং আমফান ঝড়ের জন্য কাজ অনেকটাই ব্যাহত হয়।

এবছর মেধা তালিকা প্রকাশ করা হয়নি

এবছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 7 লক্ষ 75 হাজার 364 জন।

7 লক্ষ 61 হাজার 583 জন পরীক্ষা দিয়েছে

6 লক্ষ 80 হাজার 57 জন পাস করেছে

90.13% শতাংশ মোট পাশের হার

গত বছর 2019 সালে মোট পাশের হার ছিল 86.29 %

ছেলেদের পাশের হার 90.44%

মেয়েদের পাশের হার 90%

কোনো incomplete নেই

এবছর 500 নম্বরের মধ্যে 499 নম্বর পেয়েছে। উচ্চ মাধ্যমিক সংসদের ইতিহাসে সর্বাধিক নম্বর 499 পেয়েছে। যেটা উচ্চ মাধ্যমিকে ঐতিহাসিক। নজিরবিহীন

যে 11 টি জেলার পাশের হার 90 শতাংশ বা তার বেশি
কলকাতা, পূর্ব মেদণিপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পঙ, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, নদীয়া, মুর্শিদাবাদ জেলা

মাইনরিটি দের পাশের হার 85.76%

তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের পাশের হার 87.80%

60% বা তার বেশি নম্বর পেয়েছে ছাত্রছাত্রী 3 লক্ষ 22 হাজার 56 জন। যা আগের বছরের থেকে 5 লক্ষ 89 হাজার 7 জন বেশি।

বিজ্ঞান বিভাগে পাশ করেছে 98.83%

বাণিজ্য বিভাগে পাশ করেছে 92.22%
কলা বিভাগে পাশ করেছে 88.74%

ছাত্রছাত্রীদের স্কুটিনি ও রিভিউ করার সুযোগ থাকবে 31 আগস্ট পর্যন্ত।

আজ থেকে ওয়েবসাইটে সব পাওয়া যাবে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট