এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়


বৃহস্পতিবার,১৬/০৭/২০২০
726

পশ্চিম মেদিনীপুর:– এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ৫ নম্বর পাকুড়সেনি অঞ্চলের শিয়াড়া গ্রামে। দলীয় সূত্রে জানা যায় বুধবার গভীর রাত্রে বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ, মন্ডল সভাপতির অভিযোগ গতকাল রাতেই তৃণমূলের কিছু দুষ্কৃতী তার বাড়ি লক্ষ্য করে পাঁচটি বোমা ছোড়ে।এর মধ্যে তিনটি বোমা বাস্ট হলেও ২টি বোমা কোন কারনে অক্ষত অবস্থায় বাড়ির উঠানে পড়ে রয়েছে।অভিযোগের তির তৃণমূলের দিকে উঠলেও তৃণমূল তা অস্বীকার করেছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নারানগড় থানার পুলিশ, অন্যদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট