পশ্চিম মেদিনীপুর:- পুকুর থেকে মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির রঘুনাথপুর এলাকায়। জানা গিয়েছে মৃত মহিলার নাম মোনালিসা মাইতি, বয়স আনুমানিক ৩০ বছর, পরিবার সূত্রে জানা গেছে তিন বছরের এক শিশু রয়েছে ওই মহিলার, বৃহস্পতিবার সকালে হঠাতই মহিলার দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় শালবনি থানার পুলিশ কে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনা নাকি খুন তা নিয়ে ধন্দে পুলিশ! কিভাবে মৃত্যু তা জানতে ইতিমধ্যেই সবদিক খতিয়ে দেখছে শালবনী থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুকুর থেকে মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরে
বৃহস্পতিবার,১৬/০৭/২০২০
797