দলীয় বিধায়ক খুনের প্রতিবাদে এবং  অভিযুক্তদের  দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে পশ্চিম মেদিনীপুরে  বিজেপির  বিক্ষোভ  


বুধবার,১৫/০৭/২০২০
653

পশ্চিম মেদিনীপুর  :- দলীয় বিধায়ক খুনের প্রতিবাদে এবং  অভিযুক্তদের  দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে  বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার  প্রতিটি থানা এলাকায় পথ অবরোধ ও থানা ঘেরাও করে বিজেপি। হেমতাবাদের  বিজেপি বিধায়ক দেবেন রায়কে হত্যা করার অভিযোগে অনড় বিজেপি নেতাকর্মীরা এদিন মেদিনীপুর শহরে জেলা সভাপতি শমীত দাসের নেতৃত্বে বিক্ষোভ অবরোধ কর্মসূচি নেয় l প্রতিটি থানা এলাকার মণ্ডল কমিটিগুলির পক্ষ থেকে ঘটনার  সিবিআই তদন্তের দাবি জানানোর পাশাপাশি রাজ্যজুড়ে শাসক দলের হিংসার রাজনীতির প্রতিবাদ জানিয়ে থানাগুলিতে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানা গেছে l অপরদিকে মেদিনীপুর শহর বিজেপির মন্ডল কমিটির উদ্যোগে কোতোয়ালি থানা ঘেরাও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ডেপুটেশন দেওয়া কর্মসূচি হয় । উপস্থিত ছিলেন শিবু পানিগ্রাহী, শংকর গুছাইট ও দেবাশীষ দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট