ডেস্ক রিপোর্ট, ঢাকা: যশোর–৬ আসনের উপনির্বাচনে ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শাহিন চাকলাদার। অন্যদিকে বগুড়া–১ আসনে উপনির্বাচনের আওয়ামী লীগের সাহাদারা মান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। দুই আসনেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সকাল ৯টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ১৪ জুলাই সকাল থেকে বগুড়ার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম। করোনার পাশাপাশি নির্বাচনি এলাকায় পড়েছে বন্যার প্রভাব। পানিতে তলিয়ে যাওয়ায় সোনাতলা সারিয়াকান্দির ১০টি কেন্দ্র সরিয়ে নেয়া হয় অন্য জায়গায়। যশোরের কেশবপুরে স্বাস্থ্যবিধি মেনেই ভোট দেন ভোটাররা। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন অনেকে। এ দুই আসনের উপনির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
বাংলাদেশে উপনির্বাচন: শাহিন ও সাহাদারা জয়ী
বুধবার,১৫/০৭/২০২০
802