জঙ্গলমহল উদ্যোগের পরিচালনায় রক্তদান শিবির


বুধবার,১৫/০৭/২০২০
518

পশ্চিম মেদিনীপুর:- করোনা আবহে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় কাজ করা সংগঠন জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পরিচালনায় এবং মেদিনীপুর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে। মঙ্গলবার সকালে চারাগাছে জল ঢেলে এই শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল ও অন্যান্য অতিথিবৃন্দ। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দুই আধিকারিক উৎপল ঘোষ ও চিন্ময় দাস, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সমাজসেবী গোপাল সাহা, শিক্ষারত্ন সুস্মিতা ঘোষ মন্ডল, ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর প্রমুখ।

স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক সুব্রত মহাপাত্র। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ডঃ মধুপ দে। শিবির শুরুর আগে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিবৃন্দ এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য-সদস্যাবৃন্দ। এদিন শহীদ ভারতীয় সেনা জ‌ওয়ান ও করোনায় মৃত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান হয়। এছাড়াও অরণ্য সপ্তাহকে সামনে রেখে দুটি চারাগাছ লাগানো হয় রবীন্দ্র নিলয় ক্যাম্পাসে পাশাপাশি সমস্ত অতিথি ও রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।শিবিরে ১৫ জন রক্তদাতা রক্তদান করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট