পশ্চিম মেদিনীপুর:- পাঞ্জাব-ইউবিআই ব্যাংকের শালবনী শাখার ম্যানেজার করোনা আক্রান্ত হয়েছেন রবিবার। সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই শাখাটি। ব্যাংকের এই শাখাটি স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করল দমকল বিভাগের কর্মীরা। উল্লেখ্য যে, ওই ব্যাংক ম্যানেজারের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। রবিবার সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল। সেইমতো, প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে ইতিমধ্যে।এদিকে, জীবাণুমুক্ত করা হল, শালবনীর বিএলআরও (ভূমি ও ভূমি সংস্কার) অফিসটিও। মেদিনীপুর দমকল বাহিনীর কর্মীরা
জীবাণুমুক্ত করা হল ব্যাংকের শালবনী শাখা
বুধবার,১৫/০৭/২০২০
455