অভিযোগ ‘প্রমাণিত’ হলেও বকেয়া রেশন না পাওয়ায় এবার ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামকের কাছে লিখিত অভিযোগ করলেন গ্রাহকরা


বুধবার,১৫/০৭/২০২০
534

ঝাড়গ্রাম :- অভিযোগ ‘প্রমাণিত’ হলেও বকেয়া রেশন না পাওয়ায় এবার ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামকের কাছে লিখিত অভিযোগ করলেন গ্রাহকরা। চলতি বছরের এপ্রিল মাসে লালগড় ব্লকের বিনপুর থানার অন্তর্গত ভূরষা গ্রামের দুই বাসিন্দা অভিযোগ করেছিলেন,‘দীর্ঘ আট বছর ধরে রেশনে চাল ও আটা দিচ্ছে না রেশন ডিলার।’ বিষয়টি লিখিত ভাবে লালগড়ের ফুড-ইন্সপেক্টরের কাছে জানানো হলেও কোন সুরাহা পায়নি বলে সোমবার অভিযোগ করছেন নটবর কুণ্ডু ও তারাকিঙ্কর সাউ। জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শোকজের সদুত্তর দিতে পারেননি রেশন ডিলার বংশী প্রতিহার। তারপরেই ওই রেশন ডিলারের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। কিন্তু এদিন দুই গ্রাহক নটবর কুণ্ডু ও তারাকিঙ্কর সাউ বকেয়া রেশন না পাওয়ায় ফের এবার ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামকের কাছে লিখিত অভিযোগ করলেন। ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামক মিঠুন দাস জানিয়েছেন,‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট