পশ্চিম মেদিনীপুর:– সাত সকালেই পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্নগড় গ্রাম পঞ্চায়েতের বাহারকলাবেড়িয়া গ্রামের বিদ্যুৎ দপ্তরের যাওয়া ১১০০০এর ইলকেট্রিক লাইনের উপর ঝুলতে দেখে একটিপূর্ণবয়স্ক বীর হুনু মানকে ।গ্রামবাসী রা বনদপ্তরে খবর দেয় পাশাপাশি ইলেকট্রিক দপ্তরে ও খবর দেয়।গ্রামবাসী রা জানাই এই বীর হুনুমান টি র্দীঘ দিন এই এলাকায় ছিল এবং মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার সংগ্রহ করত আর তার ফলেই এলাকায় শোকের ছায়া। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলে মৃত হুনু মান টি কে নিচে নামিয়ে আনে গ্রাম বাসী রা জানায় যে তারা বনদপ্ত এর কাছ থেকে মৃত বীর হুনু মান টিকে নিয়ে সৎকার করবে।
১১০০০এর ইলকেট্রিক লাইনের লেগে হনুমানের মৃত্যু
বুধবার,১৫/০৭/২০২০
489