পুলিশের প্রাথমিক অনুমান অত্মহত্যা করেছেন হেমতাবাদের বিধায়ক


মঙ্গলবার,১৪/০৭/২০২০
660

কলকাতা : প্যারা ব্যাঙ্কিং বা মিনি ব্যাঙ্কিং কার্যকলাপে হেমতাবাদের বিধায়কের যোগ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। সাংবাদিকদের জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্ত সিআইডির হাতে দেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট দেখে প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে। মৃত বিধায়কের গলায় কালশিটে এবং বাঁ হাতে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। স্বরাষ্ট্র সচিব জানান, এলাকায় প্যারা ব্যাঙ্কিং বা মিনি ব্যাঙ্কিং কার্যকলাপে বিধায়কের কোনও ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এরপরই স্বরাষ্ট্র সচিব আলাপনবাবু ফোন করেন মুখ্যমন্ত্রীকে। ফোনেই সরাসরি মুখ্যমন্ত্রী পড়ুয়াদের আগাম অভিনন্দন জানান এবং ঘোষণা করেন, বুধবার মাধ্যমিকের ফল প্রকাশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট