যেদিন উনি দিল্লি তে গিয়ে BJPর কাছে আত্নসমর্পন করে ছিলেন, তাঁর বিবেকের আত্মহত্যা সেদিনই ঘটেছিল-সেলিম


সোমবার,১৩/০৭/২০২০
890

যেদিন উনি দিল্লি তে গিয়ে BJPর কাছে আত্নসমর্পন করে ছিলেন, তাঁর বিবেকের আত্মহত্যা সেদিনই ঘটেছিল, বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে বললেন মোহাম্মদ সেলিম। দেশ ও মানুষের নিরাপত্তার বদলে যারা ব্যক্তি- নিরাপত্তার দোহাই দিয়ে এদল ওদল করছেন, দেবেন রায়ের এই অসহায় পরিণতি তাদের সৎ মতি ফেরত পেতে সাহায্য করবে। আমরা এই বিধায়কের মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছি। বিশেষতঃ যে সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে ব্যবহার করে উভয় শাসকদল নির্বাচিত জনপ্রতিনিধিদের যেভাবে হাটে-বাজারের ক্রয়-বিক্রয় গোছের সামগ্রীতে পরিণত করেছে তাতে এই মৃত্যুর রহস্য হেমতাবাদ, উত্তর দিনাজপুর জেলা তথা রাজ্যের মানুষের জানা জরুরী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট