যেদিন উনি দিল্লি তে গিয়ে BJPর কাছে আত্নসমর্পন করে ছিলেন, তাঁর বিবেকের আত্মহত্যা সেদিনই ঘটেছিল, বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে বললেন মোহাম্মদ সেলিম। দেশ ও মানুষের নিরাপত্তার বদলে যারা ব্যক্তি- নিরাপত্তার দোহাই দিয়ে এদল ওদল করছেন, দেবেন রায়ের এই অসহায় পরিণতি তাদের সৎ মতি ফেরত পেতে সাহায্য করবে। আমরা এই বিধায়কের মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছি। বিশেষতঃ যে সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে ব্যবহার করে উভয় শাসকদল নির্বাচিত জনপ্রতিনিধিদের যেভাবে হাটে-বাজারের ক্রয়-বিক্রয় গোছের সামগ্রীতে পরিণত করেছে তাতে এই মৃত্যুর রহস্য হেমতাবাদ, উত্তর দিনাজপুর জেলা তথা রাজ্যের মানুষের জানা জরুরী।
যেদিন উনি দিল্লি তে গিয়ে BJPর কাছে আত্নসমর্পন করে ছিলেন, তাঁর বিবেকের আত্মহত্যা সেদিনই ঘটেছিল-সেলিম
সোমবার,১৩/০৭/২০২০
890