গোপীবল্লভপুরের সারিয়া গ্রামে লাঙ্গল করার সময়ে বাজ পড়ে ধান জমিতে মৃত্যু হল এক প্রৌঢ়ের


রবিবার,১২/০৭/২০২০
700

ঝাড়গ্রাম:- ছাতা মাথায় লাঙল করার সময় বাজ পড়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের,ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুরের সারিয়া গ্রামে।মৃত ব্যক্তির নাম লক্ষ্মীন্দর সিং(৬০)।লক্ষ্মীন্দর সিং বাবুর ভাই মিহির সিং বলেন,দাদা ও আমি লাঙ্গল করছিলাম নিজেদের জমিতে সেই সময় হঠাৎ আকাশে কালো মেঘ ধরে।দাদা লক্ষ্মীন্দর ছাতা মাথায় লাঙল করছিলেন আমি দাদার থেকে একটু দুরে ছিলাম হঠাৎ বিকট শব্দ হয় পেছন ঘুরে দেখি দাদা মাটিতে পড়ে রয়েছে।গ্রামবাসীরা লক্ষ্মীন্দর কে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে।ঘটনায় কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মীন্দর বাবুর মেয়ে ও ছেলে।আগামীকাল মৃতদেহ টি ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট