ঝাড়গ্রামে শুসনিগেড়িয়া গ্রামে বৃক্ষরোপণ করল সিআরপিএফ ২৩২ ব্যাটেলিয়ান জি মহিলা কম্পানি


রবিবার,১২/০৭/২০২০
610

ঝাড়গ্রাম:- All India Tree Plantation Campaign-এ গাছ লাগিয়ে পরিবেশ সচেতন শিবিরের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অতিম শাহ। আজ হরিয়ানায় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের মাঠে গাছ লাগান শাহ্।ঝাড়গ্রামেও পালিত হল All India Tree Plantation Campaign

ঝাড়গ্রামে বৃক্ষরোপণ করল সিআরপিএফ ২৩২ ব্যাটেলিয়ান জি মহিলা কম্পানি । রবিবার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের শুসনিগেড়িয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি করেন সিআরপিএফ জাওয়ানরা । এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষরোপন করেন সিআরপিএফ ২৩২ ব্যাটেলিয়ান জি মহিলা কম্পানিডেপুটি কমাডেন্ট রবিন পিজে । সিআরপিএফ সূত্রে জানা যায়, কেবল চারাগাছ রোপন নয় তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করবেন তাঁরা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট