ফের ভাঙন ধরল কেশপুর বিজেপিতে,বিজেপি ছাড়লেন কেশপুরের মণ্ডল মহিলা মোর্চা নেত্রী তথা সাধারন সম্পাদিকা অসীমা নাগ


শুক্রবার,১০/০৭/২০২০
1210

পশ্চিম মেদিনীপুর:– ফের ভাঙন ধরল কেশপুর বিজেপিতে। এবার দলবল নিয়ে বিজেপি ছাড়লেন কেশপুরের মণ্ডল মহিলা মোর্চা নেত্রী তথা সাধারন সম্পাদিকা অসীমা নাগ। সেই সঙ্গে এক কিষাণ মোর্চার নেতাও বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছেন। শহরের ফেডারেশন হলে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি ছেড়ে আসা ওই নেতা নেত্রীদের হাতে দলীয় পতাকা তুলে তাদের স্বাগত জানান জেলা তৃনমূল সভাপতি অজিত মাইতি। হাজির ছিলেন সভাধিপতি উত্তরা সিংহ, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, রাজ্যের যুব কোঅর্ডিনেটর নির্মাল্য চক্রবর্তী, শহর মহিলা সভানেত্রী মৌ রায় সহ প্রমুখ নেতৃবৃন্দ। সদ্য তৃনমূলে যোগ দেওয়া অসীমাদেবী বলেছেন, বিজেপি মুষ্টিমেয় কিছু বড়লোকের উন্নয়নের চিন্তাভাবনা করে। সেই তুলনায় তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় তার কাছে আদর্শ। তিনি যেভাবে ময়দানে নেমে করোনা পরিস্থিতি ও উন্নয়ন সামলাচ্ছেন তা তাকে আকৃষ্ট করেছে। আর অজিতবাবু বলেছেন, বিজেপি বড়লোকদের পার্টি। ওরা গরীব মানুষের জন্য কোনও চিন্তা করে না। ওদের নেতারা কেবলমাত্র বড় বড় বুলি বলা ছাড়া আর কিছু করেন না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট