পশ্চিম মেদিনীপুর:- গড়বেতার শিলাবতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক পৌঢ়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে পাইরাউড়া গ্রামের সংলগ্ন শিলাবতী নদীর ঘাটে স্নান করতে যান বছর 55 বয়সী নিতাই বাগ নামে এক ব্যক্তি। মাঝ নদীতে গেলে নদীর স্রোতে তলিয়ে যান ওই ব্যক্তি। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ। ঘাটাল থেকে নিয়ে আসা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরি। ইতিমধ্যেই ডুবুরি নামিয়ে নদীবক্ষে খোঁজ চলছে ওই ব্যক্তির। এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি।
গড়বেতার শিলাবতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক পৌঢ়
শুক্রবার,১০/০৭/২০২০
593