পশ্চিম মেদিনীপুর:-ইতিমধ্যেই রাজ্যে সুপার সাইক্লোন আমফান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে শাসক দলের উপর দুর্নীতির অভিযোগ তুলে তোলপাড় গোটা রাজ্য,ঠিক এই সময় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো এই দুর্নীতির অভিযোগ কে মূল হাতিয়ার বানিয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে কোমর বেঁধে,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভা র সামনে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির,এইদিন বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস, এইদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যারা সত্তিকারের ক্ষতিগ্রস্ত, সেইসব মানুষগুলি ক্ষতিপূরণ পাচ্ছিনা, অথচ যাদের কোনো ক্ষতি হয়নি তারাই ক্ষতিপূরণ পাচ্ছে,এখানেই শেষ নয় এদিল বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কেউ কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস, অন্যদিকে কাঠ মানি প্রসঙ্গ তুলে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন জেলা সভাপতি। মূলত বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুরু করে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরো জোরালো হচ্ছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
শাসক দলের উপর দুর্নীতির অভিযোগ তুলে তোলপাড় গোটা রাজ্য
শুক্রবার,১০/০৭/২০২০
749