পশ্চিম মেদিনীপুরে ৩৩ টি কনটেইনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন


বৃহস্পতিবার,০৯/০৭/২০২০
716

পশ্চিম মেদিনীপুর:- রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) বিকেল ৫ টা থেকে কনটেইনমেন্ট জোনগুলিতে জারি হতে চলেছে কড়া লকডাউন। সেই সূত্র ধরে, পশ্চিম মেদিনীপুর জেলার ৩৩ টি কনটেইনমেন্ট জোনের নাম ঘোষণা করে দিল, জেলা প্রশাসন। বুধবার (৮ জুলাই) রাতের এই ঘোষণা অনুযায়ী, মেদিনীপুর সদর মহকুমায় কনটেইনমেন্ট ৪ টি, ঘাটাল মহকুমায় ১৫ টি এবং খড়্গপুর মহকুমায় ১৪ টি কনটেইনমেন্ট জোন আছে এই মুহূর্তে। যদিও, এই সংখ্যা বাড়বে-কমবে, সংক্রমণ এবং সুস্থ হয়ে ওঠার নিরীখে। যেমন, ৩৩ টি কনটেইনমেন্ট জোন ঘোষণা হওয়ার পরই, বুধবার রাতে জেলার বেলদা, দাসপুর, খড়্গপুর মিলিয়ে কয়েকজনের (৬) আক্রান্ত হওয়ার খবর মিলেছে; সেই সূত্রে, আরো কয়েকটি কনটেইনমেন্ট জোন বাড়তে চলেছে। মেদিনীপুর শহরের সুভাষনগর এলাকার সরকারি আবাসনটিও কনটেইনমেন্ট জোন ঘোষিত হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে। বৃহস্পতিবারের তালিকাতে এগুলি যোগ হবে বলে মনে করা হচ্ছে। একইসাথে, আগামী ১২ জুলাই ১২ টি কনটেইনমেন্টের মেয়াদ পূর্ণ হওয়ার ফলে, সেগুলি কনটেইনমেন্ট মুক্ত হবে। এভাবেই, কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়বে, কমবে। তবে, ৯ জুলাই থেকে আগামী সাতদিন কনটেইনমেন্ট জোন গুলি কড়া নজরদারি ও নিষেধাজ্ঞার আওতায় থাকবে, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী।

এদিকে রাজ্যে আজ সব রেকর্ড ভেঙে দিয়ে, সমস্ত আশঙ্কা সত্যি করে প্রায় হাজার ছুঁয়ে ফেললো করোনা আক্রান্তের সংখ্যা! ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়, মৃত্যু হয়েছে ২৩ জনের। শুধু, কলকাতাতেই আক্রান্ত ৩৬৬ জন! উত্তর ২৪ পরগণায় ২৩৩ জন, হাওড়ায় ১০৬ এবং দক্ষিণ ২৪ পরগণায় ১০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবারের বুলেটিন অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে ২ জন করোনা আক্রান্ত হলেও, বুধবার রাতে জেলায় আরো ৬ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বিশ্বস্ত সূত্রে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট