রাজ্য সরকারের অর্থনৈতিক অনুদানের ক্ষেত্রে মেদিনীপুর শহর সহ সারা জেলা জুড়ে ব‍্যাপক দূর্নীতি ?


বৃহস্পতিবার,০৯/০৭/২০২০
664

পশ্চিম মেদিনীপুর:- সাম্প্রতিককালে “আমফান” ঝড়ে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের অর্থনৈতিক অনুদানের ক্ষেত্রে মেদিনীপুর শহর সহ সারা জেলা জুড়ে ব‍্যাপক দূর্নীতি হয়েছে। প্রকৃতপক্ষে বহু ক্ষতিগ্রস্তরা অর্থনৈতিক অনুদান থেকে বঞ্চিত হয়েছেন। অথচ পাকা বাড়ি সম্পন্ন বহু মানুষ যাদের কিছুই ক্ষতি হয়নি তারাও সরকারি অনুদান পেয়েছেন। এছাড়াও জেলার সমস্ত বিদ্যালয়গুলিতে অতি নিম্নমানের “স্যানিটাইজার” সরবরাহ করা হয়েছে। এমতাবস্থায় আমারা জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবী জানাই


অবিলম্বে “আমফানে” ক্ষতিগ্রস্ত রাজ‍্য সরকারের অর্থনৈতিক অনুদান প্রাপ্তদের ব্লক ভিত্তিক তালিকা জেলার প্রতিটি বি.ডি.ও অফিসে, পঞ্চায়েত দপ্তর এবং পৌরসভা দপ্তরে প্রকাশ করতে হবে। জেলার সমস্ত বিদ‍্যালয়গুলিতে সরবরাহকৃত নিম্নমানের “স‍্যানিটাইজার” বাতিল করে স্বাস্থবিধি মেনে উন্নতমানের “স‍্যানিটাইজার” সরবরাহ করতে হবে। এই দুটি ক্ষেত্রে ব‍্যাপক অনিয়মের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব‍্যাবস্থা গ্রহন করতে হবে।- এই মর্মে আজকে মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলাশাসক এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হল। উপস্থিত ছিলেন রাজ্য নেতা শম্ভুনাথ চ্যাটার্জী, কুনাল বন্দোপাধ্যায়, রাজেশ হোসেন, দেবী দাস মহাপাত্র, সহ অন্যান্য নেতৃবৃন্দ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট