করোনা পরিস্থিতি নিয়ে খড়্গপুরে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি


বৃহস্পতিবার,০৯/০৭/২০২০
519

পশ্চিম মেদিনীপুর:- করোনা পরিস্থিতি নিয়ে খড়্গপুরে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি নিত্যদিন খড়গপুর শহরে বাড়ছে করোনা সংক্রমিতর সংখ্যা।ইতিমধ্যেই খড়গপুর শহরের ১২ টি জায়গাকে কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।এবার শহরের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে যোগ দিতে এলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বীরেন্দ্র।বৃহস্পতিবার খড়গপুর পৌরসভায় প্রথমে আসেন তিনি।বৈঠক করেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার,খড়্গপুরের মহকুমা শাসক বৈভব চৌধুরীর সঙ্গে।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানালেন, “করোনা পরিস্থিতিতে ভালো কাজ করছে জেলা পুলিশ প্রশাসন। প্রথম থেকে আসা হয়নি, তাই একবার এলাম ওদের আরও ভালো কাজ করার জন্য উৎসাহ দিতে এবং প্রয়োজনীয় পথনির্দেশ করতে।” একইসাথে তিনি জানালেন, কনটেইনমেন্ট জোনগুলি তিনি ভিজিট করেছেন না, তবে নির্দিষ্ট নিয়ম মেনেই কনটেইনমেন্ট করা হয়েছে; সেখানে কোনোরকম ঢিলেমি বরদাস্ত করা হবেনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট